সোয়াইতপুরে অধ্যাপকের বাড়ীতে প্রতিপক্ষের আক্রমন


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০১৫, ১২:৪১ PM
সোয়াইতপুরে অধ্যাপকের বাড়ীতে প্রতিপক্ষের আক্রমন

2ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : শুক্রবার (১৩নভেম্বর) ভোর (৪টার দিকে) রাতে সোয়াইতপুর গ্রামে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এস.এম আবুল হাশেম এর বাড়ীতে প্রতিপক্ষ হামলা করার প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের অধ্যাপক এস এম আবুল হাশেমের বাড়ীর ধারে (সন্নিকটে) সরকারী কিছু খাস জমি দীর্ঘদিন যাবত পাশ্ববর্তী আজিজুল হক দখল করে আবাদ করে আসছে। কিছুদিন পূর্বে অধ্যাপকের ভাইদের নামে ঐ জমিসহ ৭৫শতাংশ জমি ভূমিহীন করে নিয়ে আসে। কিন্তু দখলদার কিছুতেই ছাড়ছে না বলে অভিযোগ করেন অধ্যাপক আবুল হাশেম। সেই প্রেক্ষিতে তিনি আদালতে একটি মামলাও দায়ের করেন। মামলার রায়ও অধ্যাপকের ভাইদের পক্ষে। সেই হিসেবে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ আজিজুল হক গংরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়ীতে আসার পরিকল্পনা করে। ঘটনার টের পেয়ে অধ্যাপক থানায় বিষয়টি অবগত করালে পুলিশের উপস্থিতি দেখে লাঠি-সোটা ফেলে হামলাকারীরা চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাঠি-সোটা জব্দ করে- ঐ জমিতে ১৪৪ধারা জারি করে।

https://www.bkash.com/