সরকারী স্কুলের জমি বেদখল হওয়ায় মানববন্ধন


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২০, ৬:৪৬ PM
সরকারী স্কুলের জমি বেদখল হওয়ায় মানববন্ধন

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম: বুধবারম (২৫ নভেম্বর) সকালে ফুলবাড়ীয়া উপজেলার পলাশীহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল নিয়ে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনকারীরা বলেন, পলাশীহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল করে বিদ্যালয়ের প্রবেশ মুখে ঘর নির্মাণ করেছেন পার্শ্ববর্তী পলাশীহাটা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ। এই বেদখল নিয়েই তাদের মানববন্ধন।
মূলত এক পাশে মাদ্রাসা, অন্য পাশে মসজিদ। মাঝখানে প্রাথমিক বিদ্যালয়ের সংকীর্ণ রাস্তা। মসজিদ ঘেঁষে রাস্তার যে স্থান তা মাদ্রাসার ভবন নির্মাণ, দখল বেদখল নিয়েই প্রধান শিক্ষক ফরিদা নাজনীন এর নেতৃত্বে শিক্ষক অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সুপার মাও. খোরশেদ আলম বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ কারো জমি দখল করেনি। বরং এলাকার বৃহৎ স্বার্থে মাদ্রাসার জায়গা দিয়েই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা দেওয়া হয়েছে।

https://www.bkash.com/