সম্পূর্ণ অলীক-বনানী বিশ্বাস


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০১৮, ৮:১১ PM
সম্পূর্ণ অলীক-বনানী বিশ্বাস

দিনশেষে যখন তোমার স্পর্শ চাইলাম নবকুমার,
তখন রোদের ডানায় ভর করে সন্ধ্যা নামে
রাতের নিয়ন আলো আমায় প্রহসন করে,করে অট্টহাস্য
অশ্রুজলে ভেসে গেছে সকল হিসেব নিকেশ অনেক আগে।

সময়ের যে কত ভিন্নরূপ, কত যে রূক্ষতা
বহমান কষ্টগুলো কেনযে এত গভীর!
মিষ্টি মধুর সময়গুলো যেন জোছনায় শিশির!
পথিক সেতো পথ হারায় চিরকাল,
নবকুমার বুঝবে কি?

স্বপ্নগুলো ডানা মেলতে চায় ময়ূরপঙ্খী নায়
পাখনা মেলে সে ছড়িয়ে পড়বে পেজা তুলোর মত
তোমার পায়ের তলে নরম করে নেবে জায়গা করে
তুমি কি বুঝবে, খুঁজবে কি এ সন্ধ্যাবেলায়?

নাগরিক জীবনে এ কোলাহল, চাই নিরবতা
চাই আদিগন্ত, মোহাচ্ছন্ন প্রেমাবেশ
মিষ্টি সে ছোঁয়া,হোক কল্পনার আবেশ
নেবেকি আমায় সফেন সমুদ্র তটে?
হোক সে মিছে স্বপন, করি বপন শুধু তোমারই জন্যে।।

https://www.bkash.com/