মুফতি আবদুর রহমান আর নেই


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০১৫, ৪:০১ AM
মুফতি আবদুর রহমান আর নেই

2ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বসুন্ধরা ইসলামী রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মুফতি আবদুর রহমান ইন্তেকাল করেছেন। মঙ্গলবা রাত সাড়ে সাতটার দিকে বসুন্ধারা মাদরাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। বুধবার সকাল ১০ টায় বসুন্ধরা মাদরাসায় তার জানাযার নামায অনুষ্ঠিত হবে।

মুফতি আব্দুর রহমান বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। বাংলাদেশে ইসলামের প্রচার-প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে। হাজারো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তাঁর পৃষ্ঠপোষকতা ও তত্ত্ববধানে পরিচালিত হয়। ১৯৯১ সালে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় তিনি ইসলামিক রিসার্চ সেন্টার নামে উচ্চতর ধর্মীয় গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করেন।

পৃথিবীর বিভিন্ন দেশে তাঁর অগণিত ভক্ত ও শিষ্য রয়েছে। বাংলাদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম রূপকার তিনি। মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও তিনি ব্যাপকভাবে সমাদৃত।

সূত্র, আমাদের সময় ডটকম

https://www.bkash.com/