মুক্তিযোদ্ধাদের যে কোন চিকিৎসায় সহযোগিতা করা হবে- ড. তাজুল


প্রকাশের সময় : মে ৮, ২০২১, ৮:০০ PM
মুক্তিযোদ্ধাদের যে কোন চিকিৎসায় সহযোগিতা করা হবে- ড. তাজুল

ফুলবাড়িয়া্ নিউজ 24 ডট কম : যাদের জন্য আমরা আজকে কথা বলতে পারছি, তাদের দেশের শ্রেষ্ঠ সন্তান। আমি তাদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই না। আমার ফুলবাড়িয়ার ৪১১জন শ্রেষ্ঠ সন্তান এখনও জীবিত। তাদের যে কোন চিকিৎসায় আমি সহযোগিতা করতে চাই। যে কোন সূর্য সন্তান অসহায়ত্ববোধ করলে আমাকে বলবেন বা ফোন দিবেন আমি তাদের সহযোগিতা করবো। গতকাল শনিবার ফুলবাড়িয়া উপজেলার আছিমে বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ৪১১ জন বীর মুক্তিযোদ্ধা ও ১৭শ জন দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. তাজুল ইসলাম এ সব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এম এ জব্বার, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ: খালেক, ডা: কামরুজ্জামান, ফাউন্ডেশনের সদস্য এম এ আজিজ প্রমূখ।

https://www.bkash.com/