মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত


প্রকাশের সময় : জুন ২৪, ২০২২, ৯:২৯ PM
মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমএনএ ও এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আ.ন.ম নজরুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মরহুমের নিজবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমুল গ্রামে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমের একমাত্র ছেলে প্রফেসর রোশায়েদ এহসান সুপল তার পিতা প্রয়াত অধ্যাপক আ.ন.ম নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অধ্যাপক নজরুল ইসলাম ইসলাম ১৯৪০ সালের ১৫ জুন জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে মাস্টার্স ডিগ্রী অর্জনের পর তিনি আনন্দ মোহন কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি ছাত্র ঝবিন থেকেই আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। ১৯৬৯ সনে আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দিয়ে সরকারি চাকুরী ছেড়ে দেন। আ.ন. ম নজরুল ইসলাম ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে ত্রিশাল-ফুলবাড়িয়া আসন থেকে এমএনএ নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের ১ম নির্বাচনে ময়মনসিংহ-১৬ (ফুলবাড়িয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০২০ সালের ২৩ জুন ঢাকার নিজ বাসভবনে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

https://www.bkash.com/