মনোনয়নপত্র জমার শেষ দিন আজ


প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০১৫, ৪:৫৬ AM
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

801ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ।
প্রথমবারের মত দলীয় প্রতীকের এই নির্বাচন ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের আশ্রিত বিরোধী দল জাতীয় পার্টি ছাড়াও বিএনপি মেয়র প্রার্থিতা চূড়ান্ত করে সংশ্লিষ্টদের (প্রার্থী) কাছে চিঠি পাঠিয়েছে।

আওয়ামী লীগ ২৩৫টি পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে। বিএনপি ২৩০ প্রার্থীর নাম এবং জাতীয় পার্টি ৯৩ প্রার্থী চূড়ান্ত করেছে।

এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দুদিন বৈঠক করে আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে গত মঙ্গলবার রাতে ২৩৫টি পৌরসভায় একক প্রার্থী চূড়ান্ত করে তারা।

বিএনপিও গতকাল বুধবার রাতে ২৩০ জন দলীয় প্রার্থীদের প্রত্যয়নপত্র দেয়ার কাজ শেষ করেছে।

আর জাতীয় পার্টি ৯৩ জনের মেয়র প্রার্থী তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। বুধবার রাতে জাতীয় পার্টির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ এ তথ্য জানান।

গত ২৪ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, ৩ ডিসেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

মনোনয়ন যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। আর ভোট হবে ৩০ ডিসেম্বর।

https://www.bkash.com/