বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০১৬, ১:০১ PM
বেতন ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

index

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ঈদের আগে বেতন ভাতা পরিশোধ না করায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ফাহিম সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা রবিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৭টায় ওই ফ্যাক্টরির সামনে বিক্ষোভ কর্মসূচী করে। পরে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা গেছে ওই ফ্যাক্টরির মালিক কামাল উদ্দিন লিটন শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধ না করে আতœগোপনে রয়েছে। শ্রমিকরা জানায় বেতন ভাতা না পেলে তাদের পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে। ফ্যাক্টরির মালিক কামাল উদ্দিন লিটন মুঠো ফোনে জানায় সে রাজধানী একটি সোয়েটার ফ্যাক্টরির অধীনে সোয়েটার তৈরী করে। ওই ফ্যাক্টরির মালিক এখনো পর্যন্ত বেতন পরিশোধ না করায় সমস্যার সৃষ্টি হয়েছে। তবে ঈদের আগেই তিনি শ্রমিকদের বেতন পরিশোধের চেষ্টা করছেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ জানান ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধ না করলে ওই মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে বেতন ভাতা না পেয়ে ফ্যাক্টরিতেই অবস্থান করছে শ্রমিকরা।

https://www.bkash.com/