বাংলাদেশী বংশোদ্ভূত সেলিমা বেগম অস্ট্রেলিয়ায় লেবার পার্টির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২১, ৫:৪৪ PM
বাংলাদেশী বংশোদ্ভূত সেলিমা বেগম অস্ট্রেলিয়ায় লেবার পার্টির সিনিয়র সহ সভাপতি নির্বাচিত

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশিরা সাফল্যের সাথে ঐ দেশের শিক্ষা, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও বিভিন্ন ক্ষেত্রে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন যা অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক গৌরবের। ২৬ এপ্রিল সিডনির অতি পরিচিত মুখ বাংলাদেশি বংশোদ্ভূত সেলিমা বেগমকে সিডনির ইংগেলবার্ন ম্যাককোয়ারী ফিল্ড ব্রাঞ্চের সিনিয়র সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার অংগরাজ্যের নিউ সাউথ ওয়েলস ব্রাঞ্চে এই প্রথম কোন বাংলাদেশি অস্ট্রেলিয়ান মহিলা এতো বড় পদে আসীন হলেন। লেবার পার্টি অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ রাজনৈতিক পার্টি এবং বর্তমানে প্রধান বিরোধী দল। সেলিমা বেগম সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনকের সাধারন সম্পাদক এবং বাংলা প্রসার কমিটির সাধারন সম্পাদক। সমাজ সেবক হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। সেলিমা বেগম বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও ৬ষ্ঠবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এঁর কন্যা।

https://www.bkash.com/