নিজ হাতে ভিজিএফ বিতরণ করছেন ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া


প্রকাশের সময় : মে ৪, ২০২১, ৭:২৯ PM
নিজ হাতে ভিজিএফ বিতরণ করছেন ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : কোভিট-১৯ উপেক্ষা করে পৌর এলাকার দু:স্থ ও অসহায়দের নিজ হাতে ভিজিএফ বিতরণ করছেন টানা ৩য় বারের মেয়র আলহাজ্ব গোলাম কিবরিয়া। জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকার আনন্দই আলাদা এমন মন মানষিকতা নিয়েই মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিচ্ছেন পৌর সভার এ অভিভাবক।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মঙ্গলবার (৪মে) ফুলবাড়িয়া পৌরসভার দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর টাকা বিতরণ শুরু হয়। ৪৫০ টাকা হারে ৩হাজার ৮১জন পুরুষ/মহিলার মাঝে মোট ১৩লাখ ৮৬হাজার ৪৫০টাকা বিতরণ করা হবে। করোনাকালীন দু:সময়ে ঈদের টাকা পেয়ে খুশি দু:স্থরা। এ বছর চাউলের বদলে টাকা দেওয়ায় ভোক্তভোগিরা সন্তোষ প্রকাশ করেছেন। বিতরণেও সময় কম লাগছে। এ সময় টেক অফিসার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার ও বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে দেখা গেছে, দুঃস্থ অসহায়রা লাইনে দাঁড়িয়ে আছে। লাইনের মুখে মহামারি করোনাকে উপেক্ষা করে দাঁড়িয়ে আছেন পৌর সভার টানা ৩য় বারের পৌর মেয়র। একজন একজন করে গরিব মানুষ যাচ্ছে ভেতরে ঢুকছেন। সেখানে গিয়ে মূল আইডি কার্ড জমা নিচ্ছেন পৌর সভার একজন স্টাফ, পরে তালিকায় টিপসহি নিচ্ছেন অন্য আরেকজন স্টাফ, পৌরসভার হিসাব রক্ষক টিপসহি দিলে সাথে সাথেই প্রত্যেকের হাতে ৪৫০টাকা তুলে দিচ্ছেন।
মেয়র গোলাম কিবরিয়া বলেন, জনসমাগম এড়াতে পৌর সভার ৯টি ওয়ার্ড কে ৩টি ভাগে ভাগ করেছি। ভোক্তভোগিরা মুল কার্ড জমা দিচ্ছেন বিতরণ শেষে এ কার্ডগুলো সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের কাছে দিয়ে দেওয়া হবে। তারা আবার বাড়ী বাড়ী কার্ডগুলো পৌঁছে দিবে।

https://www.bkash.com/