ফুলবাড়িয়ায় বিধি নিষেধের দ্বিতীয় দিনে ২৬ মামলা


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২১, ৮:২০ PM
ফুলবাড়িয়ায় বিধি নিষেধের দ্বিতীয় দিনে ২৬ মামলা

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : চলমান সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন শনিবার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৬ টি মামলায় ৯ হাজার ১৪৫টাকা জরিমানা আদায় করেছেন বলে জানা গেছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে এসব মামলা করা হয়। মামলা বা জরিমানা আমাদের উদ্দেশ্য নয়, করোনাভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণ করাই আমার মুল উদ্দেশ্য। আমরা গভীরভাবে লক্ষ্য করছি, কিছু মানুষ অপ্রয়োজনে ঘুরাফেরা করছে। অনেক দোকানের অর্ধেক সার্টার খুলে চাতক পাখির মত চেয়ে আছে কখন আমরা আসবো। এটি কেন? আমরা আমাদের প্রয়োজন, ভবিষ্য প্রজম্মের জন্যই সুস্থভাবে বেঁচে থাকতে চাই। সবাই মিলে সহযোগিতা করলে করোনাভাইরাসজনিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সেনাবাহিনীর টহল টিম। অনেককে সেনাবাহিনীর টিমের মুখোমুখি হতে হয়েছে।

https://www.bkash.com/