ফুলবাড়িয়ায় ঝড়ে ভেঙ্গে গেছে বিদ্যুতের ১৮ খুঁটি ৩৩ মিটার


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২২, ৮:০৯ PM
ফুলবাড়িয়ায় ঝড়ে ভেঙ্গে গেছে বিদ্যুতের ১৮ খুঁটি ৩৩ মিটার

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার উপর দিয়ে বয়ে কালবৈশাখী ঝড়ে ১৮টি পল্লীবিদ্যুতের খুঁটি, ৩৩ মিটার ভেগে গেছে। প্রায় দুই শতাধিক খুঁটির বিদ্যুতের তার ছেড়ে গেছে। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯ টা ৪০ মিনিটের দিকে ঘন্টা ব্যাপী ঝড় বয়ে যায়।
ফুলবাড়ীয়া পল্লীবিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম আরিফুল হক জানান, ঝড়ে ১০খুঁটি ভেঙ্গে গেছে। শতাধিক বিদ্যুতের তার ছিড়ে গেছে। বিদ্যুৎপরিস্থিতি স্বাভাবিক করতে একাধিক টিম কাজ করছে।
আছিম পল্লীবিদ্যুতের সাবজোনাল অফিসের এজিএম মশিউর রহমান জানান, ঝড়ে আমাদের ক্ষতি হয়েছে বেশি। এর মধ্যে দুটি ফিডার চালু হয়েছে। ৩১ খুঁটির তার ছিড়ে গেছে। ৮টি খুঁটি ভেঙ্গে গেছে।রাত থেকেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে মাঠে কাজ করছে একাধিক টিম। মুক্তাগাছা থেকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান লাইন মেরামতের জন্য রওনা হয়েছেন।
ঝড়ে অসংখ্য গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে গেছে বেশ কিছু কাঁচা ঘর বাড়ী।

https://www.bkash.com/