ফুলবাড়িয়ায় আগত সন্তানকে পৃথিবীতে রেখে মা সাথী চলে গেলেন চিরতরে


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২০, ৭:২৬ PM
ফুলবাড়িয়ায় আগত সন্তানকে পৃথিবীতে রেখে মা সাথী চলে গেলেন চিরতরে

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ফুলবাড়িয়া ডিগ্রি (অনার্স কলেজ) কলেজের প্রভাষক মো. মুজিবুর রহমানের স্ত্রী, আবুল হোসেন মাস্টার এর একমাত্র মেয়ে, ফুলবাড়িয়া কলেজের ইংরেজী প্রভাষক এফ. এ. নয়ন এর একমাত্র বোন মোছা: আবিদা সুলতানা সাথী (২৭) চলে গেছেন চিরতরে। ইন্নালিল্লাহ…. রাজিউন। ২৫ নভেম্বর দিনগত রাত ২.৩০মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় সন্তান প্রসবের পরপরই তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, নিস্পাপ দুই মেয়ে, বাবা-মা, একমাত্র ভাই সহ বহু স্বজন রেখে গেছেন। মরহুমার প্রথম জানাযা নামাজ বৃহস্পতিবার সকাল ১০টায় ফুলবাড়িয়া পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামায শেষে মরহুমাকে বাবার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার হঠাৎ সাথীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্নার রোল পড়ে যায় স্বজন সহ বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের মাঝে। অনেকে এক নজর দেখার জন্য বাবার বাসভবন পশু হাসপাতাল মোড়ের বাসায় ভীড় জমায়। একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ আ’লীগ নেতা ও শিক্ষক আলহাজ¦ আবুল হোসাইন। একমাত্র বোনকে হারিয়ে স্তব্দ হয়ে গেছেন প্রভাষক এফ. এ. নয়ন। শুভাকাঙ্খীরা স্বামী মুজিবুর রহমান কে শান্তনা দেওয়ার ভাষা হারিয়েছেন বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন।

https://www.bkash.com/