ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হক টিটুর বৃক্ষরোপন


প্রকাশের সময় : জুন ১০, ২০২১, ১২:৩১ PM
ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হক টিটুর বৃক্ষরোপন

প্রেস বিজ্ঞপ্তি : মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস–২০২১ উপলক্ষে ময়মনসিংহ ফুলবাড়ীয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর নির্দেশে এ কর্মসূচি পালিত হয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি পদপ্রার্থী মোঃ নাজমুল হক টিটুর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। তার এই কর্মসূচি সম্পর্কে বলেন- “এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’ (‘Ecosystem Restoration’ )। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরা গাছলাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ করতে পারি। বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, পতিত জমিতে বৃক্ষরোপন করতে পারি। আমরা এমন একটি প্রজন্ম যারা এই সব গঠনমূলক কাজের মাধ্যমে প্রকৃতির শান্তি বজায় রাখতে পারি।” তিনি আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা আজ বিশ্ব পরিবেশ দিবস-২০২১ উপলক্ষে তার বাণীতে পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ এর উপর প্রাধান্য দিয়েছেন এবং বৈশ্বিক মহামারী কে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন সেই সাথে পরিবেশ রক্ষার জন্য সকলকে গাছ লাগাতে আহ্বান জানিয়েছেন। তিনি সকল স্তরের মানুষকে গাছ লাগাতে আহবান জানান এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীর প্রতি বৃক্ষরোপণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহবান জানান।

https://www.bkash.com/