দীর্ঘ ১৯ বছর পর ত্রিশালে আ.লীগের সন্মেলন : আলোচনায় ইকবাল


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২২, ৬:৫১ PM
দীর্ঘ ১৯ বছর পর ত্রিশালে আ.লীগের সন্মেলন : আলোচনায় ইকবাল

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের বহুল প্রতিক্ষীত ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে। দীর্ঘ ১৯ বছর পরে অনুষ্ঠিতব্য কাউন্সিল অধিবেশনকে ঘিরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপ উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন প্রায় ডজন খানেক মুখ। সভাপতি ও সাধারণ সম্পাদক এত প্রার্থীর ভিড়ে সব ছাপিয়ে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন। ইকবাল হোসেন ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছিলেন। দলের ভেতরে-বাইরের ষড়যন্ত্রকারীদের কুপানলে পড়ে জেতা ভোট হেরেছেন তিনি। এবার উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে তৃণমূলের প্রার্থী হিসেবে উচ্চারিত হচ্ছে তাঁর নাম। প্রচার-প্রচারণাতেও সবাইকে পেছনে ফেলেছেন। রাতের অন্ধকারে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেনের প্রায় শতাধিক প্যানাফ্ল্যাক্স কেঁটে নেয়ায় বিক্ষুব্ধ দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করতে প্রত্যেক ইউনিয়নে মতবিনিময় সভা করছেন উপজেলা আওয়ামী লীগের পদ-প্রত্যাশীরা। সভাপতি পদে বর্তমান এমপি হাফেজ রুহুল আমিন মাদানী, নবী নেওয়াজ সরকার, আবুল কালাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল বারী প্রার্থী হয়েছেন। সাধারন সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন, এডভোকেট জিয়াউল হক সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যুবলীগ নেতা জুয়েল সরকার ও সাবেক ছাত্রনেতা একেএম মাহবুবুল আলম পারভেজ। উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা বলছেন, বরাবরই একটি বিশেষ মহলের ‘টার্গেট’ হয়েছেন সাবেক তুখোর ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন। মূলত সাংগঠনিক অভিজ্ঞতা, দলের অন্দরে-বাইরে বিশাল গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে না পেরে চক্রটি নানাভাবেই খিস্তেখেউর করে চলেছে। কখনও কখনও এরা নজিরবিহীন তথ্য সন্ত্রাস চালিয়েছে। কিন্তু তৃণমূল আওয়ামী লীগ এসব অপকৌশল ঘৃণাভরেই প্রত্যাখ্যান করেছে। দলটির নেতা-কর্মীদের ভাষ্য হচ্ছে- কেন্দ্রীয় হাইকমান্ড অতি বিবেচক। তাঁরা মাঠের খবর জানেন। আমাদের দৃঢ় বিশ্বাস উপজেলা নির্বাচনেও যেভাবে হাইকমান্ডের আস্থায় দেখে ইকবাল হোসেন নৌকা প্রতীক পেয়েছিলেন তেমনি তিনিই সম্মুখে থেকেই সামনের দিনগুলোতে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন।’ দলীয় নেতা-কর্মীরা সাথে কথা বলে জানাগেছে, ময়মনসিংহে জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ উপজেলা ত্রিশালে দীর্ঘ ১৯ বছর পর অবশেষে উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে ত্রিশালের পাশাপাশি সারা জেলার আওয়ামীলীগের নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ রয়েছে। সম্মেলনকে ঘিরে তোরণ, প্যানা, ফেস্টুনে ছেয়ে গেছে ত্রিশাল শহর। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের অংশগ্রহনে উপজেলা আওয়ামীলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে বলে জানিয়েছেন নেতারা। চাঙ্গা হয়ে উঠা নেতাকর্মীরা স্ব-স্ব পছন্দের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে ৫জন প্রার্থীর মধ্যে ইকবাল হোসেনের নামই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নানা আন্দোলন, সংগ্রাম, কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে মাঠে সক্রিয় থাকার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দুঃসময়ে সহযোগিতার হাত নিয়ে পাশে দাড়ানোসহ বলিষ্ঠ ভূমিকা পালন করায় তৃণমূলের নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্য ব্যাপক। সাধারণ নেতাকর্মীদের দাবী ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তার নেতৃত্বে আগামীতে ত্রিশালে আওয়ামীলীগ ঐক্যবদ্ধ হয়ে শক্ত অস্থান তৈরীতে সক্ষম হবে। ইকবাল হোসেন জানান, তিনি দলের জন্য সবসময় নিবেদিত প্রাণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। এবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তিনি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনসহ যেকোন আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্যান্য প্রার্থীরাও নেতাকর্মীদের নিয়ে নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। এদিকে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দাওয়াত দেয়া হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা সম্মেলন উদ্বোধন করবেন। আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি ও মি. রেমন্ড আরেং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন সাবেক এমপি রেজা আলী। জেলার বিভিন্ন আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের নেতারা সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

https://www.bkash.com/