চিঠি – বনানী বিশ্বাস


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১০:৫৩ AM
চিঠি – বনানী বিশ্বাস

প্রতিদিনই ভাবি একটা চিঠি আসবে।
চিঠির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকবে ভালোবাসার স্পর্শ।
চিঠি খুলে যখন পড়তে থাকব, কথাগুলো ঝড়ে পড়রে বৃষ্টির মত,
আমি ভিজব আর ভিজব।

চিঠির দিনগুলো কি শেষ হয়ে গেল?
লাল নীল খাম, আর ফুলরঙা কাগজে, সেইযে তোমার মিষ্টি আহবান!
হাতে নিয়েই বুঝতে পারতাম, সবটুকুই জীবন্ত তুমি,ঘ্রাণ নিতাম,
আহা কি মিষ্টি সেই চিঠি।

এখন ও আমি অপেক্ষা করে থাকি
কখন ডাকহরকরা আসবে?জানালা ধরে দূরে তাকিয়ে থাকি।
লাঠি হাতে, ঝোলা কাঁধে, কতজনার খবর তার কাছে
কখন আসবে চিঠি,কখন পাব তার খবর।

এমনি কত বিনিদ্র রজনী জাগি
তোমাবিহীন, চিঠিবিহীন, ঠিকানাহীন নৌকার মাঝি।
অপেক্ষা করি চিঠি আসবে, লাল নীল খামে
একটি চিঠি আসবে,ফুলরঙা কাগজে,
লেখা থাকবে, “লাবন্য তোমায় ভালোবাসি”।

https://www.bkash.com/