গ্রামের স্মৃতি-সাব্বির হোসেন শিকদার


প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২০, ৫:৪৬ PM
গ্রামের স্মৃতি-সাব্বির হোসেন শিকদার

গ্রামের স্মৃতির কথা বলতে গেলে বলার শেষ নাই,
সেখানে আমি প্রকৃতিকে খুব কাছে পাই।
সকালবেলায় ঘুম ভেঙেছে মোরগের ডাক শুনে,
দুপুরবেলার নিস্তব্ধতা আমায় কাছে টানে।
তালপাতায় ঝুলতে দেখেছি বাবুই পাখির বাসা,
কালবৈশাখী ঝড়ে তাদের মনে জাগে নিরাশা।
দেখেছি আমি ছোট্ট টুনটুনিকে বাঁশ ঝারের ওই ফাঁকে,
এক জটকায় ডানা ঝাপটে তেপান্তরের মাঠে।
দেখেছি আমি বকের সারি আঁকাবাকা চলে,
অন্য দিকে নজর নেই শিকারে তারা গেলে।
বিলের মধ্যে দেখেছি আমি শাপলা ফুলের সারি,
লাল,নীল, সাদা আমার লেগেছে খুব ভারি।
দেখেছি আমি বিলের মধ্যে কলা গাছের ভেলা,
কার আগে কে উঠতে পারে লেগেছে যেন মেলা।
দেখেছি আমি কৃষককে লাঙল জোয়াল কাঁধে,
স্বপ্ন দেখে এবার ফসলে ভরে যাবে মাঠে।
দেখেছি আমি জেলেকে শিকারীর বেঁশে,
মাছ পেয়েছে খালই ভরা মনে মনে সে হাসে।
সন্ধ্যাবেলায় বাঁশঝাড়েতে শালিক ঝাঁকে ঝাঁকে,
কিচিরমিচির করে তারা নানা রকম বাঁকে।
রাএিবেলায় খেঁকশিয়ালের নানা রকম খেলা,
একসাথে তারা আড্ডা দিয়ে বসিয়েছে যেন মেলা।

https://www.bkash.com/