গৌরীপুরে ২০১৮ ইং সনের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হবে—- নাজিম উদ্দিন আহামেদ এমপি


প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০১৬, ২:৩২ PM
গৌরীপুরে ২০১৮ ইং সনের মধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হবে—- নাজিম উদ্দিন আহামেদ এমপি

mp-17-11মশিউর রহমান কাউসার : বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপি বলেন ২০১৮ ইং সনের মধ্যেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সর্বত্রই শতভাগ বিদ্যুতায়ন হবে। এর ফলে এ উপজেলার প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত চলে যাবে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি অতি সম্প্রতি এক পত্রের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ২০২১ ইং সনের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ গঠনের জন্য প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শোলগাই গ্রামে ২ কিঃ মিঃ নতুন বিদ্যুত সংযোগ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আওয়ামীলীগ নেতা এডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-৩ এর পরিচালক রতন সরকার, সভাপতি আবুল কালাম সরকার, সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল, ডিজিএম প্রদীপ কুমার মন্ডল, এজিএমকম খায়রুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সুশান্ত কুমার রায় তপন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান কাউছার প্রমুখ। #

মশিউর রহমান কাউসার

https://www.bkash.com/