গৌরীপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০১৬, ১২:১০ PM
গৌরীপুরে যথাযোগ্য মর্যদায় জাতীয় শোক দিবস পালিত

sukdibas-15

মশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গৌরীপুর উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো বিনম্্র শ্রদ্ধায় দিন ব্যাপি বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পুষ্পস্তবক অর্পন, আলোচনাসভা,মিলাদ ও দোয়া মাহফিল,গণভোজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা। এ দিবস উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে বেলা ১১ টায় আলোচনা সভা, প্রামান্য চিত্র প্রদর্শন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাজিম উদ্দিন আহমেদ এমপি,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল হক,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল করিম,উপজেলা প্রকৌশলী মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান প্রমুখ। সকাল ১০ টায় উপজেলা আ’লীগের উদ্যোগে কালীখলায় ডাঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। পৌর সভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে এ দিবসটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলার অচিন্তপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হল রুমে বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যন শহিদুল ইসলাম অন্তরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নাজিম উদ্দিন আহমেদ,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহসম্পাদক সামিউল আলম লিটন,সাবেক ছাত্রলীগ নেতা ফাইজুল হক শেখর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশিম প্রমুখ। এ দিকে কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু কউছার চৌধুরী রন্টির উদ্যোগে উত্তর বাজারে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়।

https://www.bkash.com/