একদিনের স্বার্থপর ভালোবাসা-লেখক: রাসেল জিয়া


প্রকাশের সময় : মে ১২, ২০২০, ৮:৪১ PM
একদিনের স্বার্থপর ভালোবাসা-লেখক: রাসেল জিয়া
পশ্চিমা বিশ্ব অনেক আগেই ধংস করেছে পরিবার,
পারিবারিক বন্ধন কি জিনিস বুঝেনা তো আর।
সময়ের সাথে চলতে গিয়ে হারিয়েছে জীবনের অস্তিত্ব,
পারিবারিক ভালোবাসা নেই আছে শুধু অর্থের ভালোবাসা।
পশ্চিমা বিশ্বে আজ তাই ভালোবাসা খুঁজে ফিরে,
কোন নাইট ক্লাবের মদের বারে নেশার রাজ্যে।
এই ভাবে কি জীবনে ভালোবাসার অস্তিত্ত্ব কোন দিন খুঁজে পাবে তারা?
তাইতো ঘটা করে তারা চালু করে কতো সব দিবস,
আজ যেমন একদিনের স্বার্থপর ভালোবাসা মা দিবস।
আমরা তৃতীয় বিশ্বের মানুষ, 
হয়তো দিন এনে দিন খাই।
আমাদের আছে পারিবারিক বন্ধন,
আমাদের আছে শত কষ্টের মধ্যে থেকেও অফুরন্ত ভালোবাসা।
তাইতো আমাদের মাকে ভালোবাসার জন্যে কোন দিবসে আটকে থাকিনি!
প্রতিটি দিনই বার বার নিজের অস্তিত্বের মাঝেই মাকে ভালোবাসার স্পৃহা পেয়ে থাকি।
নেই কোন স্বার্থপর ভালোবাসা মার জন্যে,
আছে শুধু শ্রদ্ধা ও অশ্রুসিক্ত বুকের ভিতর থেকে ফিল করা এক অনুভূতি।
আর এই অনুভূতিটাই হলো মার প্রতি ভালোবাসা।
তাইতো মুখফুটে না বললেও চোখের একফোঁটা অশ্রুই বলে দিচ্ছে,
মা আমি তোমায় অনেক বেশি ভালোবাসি।
https://www.bkash.com/