আমি যত গালি খাই, আমাকে ভালোটাই বলতে হবে


প্রকাশের সময় : মে ১৬, ২০২১, ৪:২২ PM
আমি যত গালি খাই, আমাকে ভালোটাই বলতে হবে

বিচ্ছেদের চার বছর পর গতকাল রাতে এক আড্ডায় মুখোমুখি হলেন সাবেক তারকা দম্পতি তাহসান-মিথিলা। সেই আড্ডায় ভক্তদের দিলেন ইতিবাচক বার্তা। ইভ্যালি আয়োজিত ‘স্যাটারডে নাইট সারপ্রাইজ’ শিরোনামের ফেসবুক লাইভ শো’র শুরুর অংশে দু’জনেই অংশ নেন মজার গেম শোতে।

যেখানে স্কোরে তাহসান প্রথমে এগিয়ে থাকলেও শেষে ফলাফল প্রায় সমান হয়। দুজনেই তাদের পাওয়া পুরস্কারগুলো লাইভ শোয়ের কমেন্ট বক্স থেকে বাছাই করা সেরা মন্তব্যকারীদের দিয়ে দিয়েছেন। শোটি সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।

শোতে মিথিলা বলেন, ‘আমরা এখানে এসেছি ইতিবাচক বার্তা শেয়ার করতে। আমরা ভালো কথা বলার চেষ্টা করবো এবং ইতিবাচকতা ছড়ানোর চেষ্টা করবো। কারণ, সবাই মিলে আমাদের ভালো থাকতে হবে।’

তার কথার সূত্র ধরে তাহসান বলেন, ‘যখন আমি সারপ্রাইজের স্ট্যাটাসটি দিলাম এবং মিথিলা উত্তর দিলো, তখন চারিদিক থেকে অনেক কমেন্ট আসলো। আমি ভাগ্যবান যে আমার পেজে অনেক ভালো কমেন্ট আসে। কিন্তু তার মাঝেও প্রতি স্ট্যাটাসেই ওকে নিয়ে কিছু নেতিবাচক কমেন্ট থাকবেই। কিছু মানুষ আছেন, যারা প্রতিনিয়ত নেতিবাচক কথা ছড়াতে ভালোবাসেন।’

তিনি আরও বলেন, ‘পাঁচ বছর হয়ে গেসে ওর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে। আমরা কাজ করছি না একসঙ্গে সঙ্গত কারণে। কিন্তু এখনো প্রতিনিয়ত আমার পোস্টে তাকে কটাক্ষ করা হয় এবং তার পোস্টেও আমাকে নিয়ে কমেন্ট করা হয়। এই কাজগুলো কারা করেন এবং কেন করেন? তা নিয়ে আমরা কথা বলি না বলে এগুলো বেড়ে যাচ্ছে।’

মা দিবসে অভিনেতা চঞ্চল চৌধুরীকে ফেসবুকে হেনস্থা করার ঘটনা টেনে তাহসান বলেন, ‘কিছু মানুষ নিজেদের হীনমন্যতা ডিসপ্লে করে সোশ্যাল মিডিয়ায় এসে। এটা একটা মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। কাউকে কটু বলার মধ্যে বীরত্ব নেই, এটা আমরা অনেকেই বুঝি না। এই বিষয়গুলো নিয়ে কথা বলার সময় এসেছে। মূলত, সেই ভাবনা থেকেই প্রথমে আকাশ থেকে পড়লেও পরে এই শো করার জন্য সম্মত হই। কারণ, আমরা দু’জন কিন্তু কেউ কাউকে কটু কথা বলছি না। অথচ আমাদের হয়ে অন্যরা প্রতিনিয়ত হেনস্থা করছে সোশ্যাল হ্যান্ডেলে! তাই আমরা দু’জন এক শো’তে থাকা মানে একটা পজিটিভিটি ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। এটা অবশ্যই সারপ্রাইজ। আমরা দু’জনেই আলাদা, কিন্তু পাশাপাশি বসে শ্রদ্ধার সঙ্গে কথা বলতে পারছি। মতাদর্শ ভিন্ন হলেও একে অপরকে সম্মান করা যায়- এই বার্তাটাই দিতে চেয়েছি।’

আড্ডায় মিথিলা বলেন, ‘আমি শুরুতে সোজা মানা করে দিয়েছি। কারণ একসঙ্গে বসলে আবার জানি মানুষ কি বলে! কিন্তু পরে ভাবলাম যে, পজিটিভ ভাবনার কথাগুলো আমাদের একসঙ্গে বসেই বলা দরকার। আমি যত গালি খাই, আমাকে ভালোটাই বলতে হবে। পজিটিভিটির বার্তা ছড়িয়ে দিতে হবে।’

এদিকে, আগেই ফেস অব ই-ভ্যালি হয়ে কাজ করছেন তাহসান। আর গতকাল শো থেকে ফেস অব ই-ভ্যালি লাইফস্টাইল হিসেবে যুক্ত হলেন মিথিলা। এখন থেকে দু’জনেই এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করবেন বলে জানান ইভ্যালির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) আরিফ আর হোসেন।

২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানের তাহসান ও মিথিলা। পরবর্তীতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা।সূত্র: আমাদের সময়

https://www.bkash.com/