আমার সময়েই এটি ডিজিটাল ক্যাম্পাসে পরিণত হবে- মোসলেম উদ্দিন এমপি


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০১৫, ২:৫২ PM
আমার সময়েই এটি ডিজিটাল ক্যাম্পাসে পরিণত হবে- মোসলেম উদ্দিন এমপি

Fulbaria college-01আব্দুস ছাত্তার : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণপরিষদ সদস্য, আলহাজ্ব মোসলেম উদ্দিন এড. এমপি ফুলবাড়ীয়া বিশ্ব বিদ্যালয়ের নব নির্মিত একাডেকিম ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তৃতা রাখতে গিয়ে বলেন, আমার সময়েই এই কলেজে ডিজিটাল ক্যাম্পাসে পরিণত হবে এবং সেটি আমার পক্ষে সম্ভব। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদের পাঠদানে আরও বেশি মনযোগি হউন, যাতে অন্যান্য সরকারী কলেজ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ক্যাডেট কলেজের মতো ফলাফল অর্জন করতে পারে। শিক্ষা বান্ধব সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার আপনাদের সকল সুযোগ-সুবিধা দিচ্ছে প্রয়োজনে আরও দেবে।
সোমবার উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজের নব-নির্মিত দ্বিতল একাডেমিক (অনার্স) ভবনের উদ্বোধন শেষে বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ রাখতে গিয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. নাছির উদ্দিন খান। মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের অধ্যাপক গাউসুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক আবুল হোসাইন। গীতা পাঠ করেন অধ্যাপনক নিত্য রঞ্জন আইস মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী ।
বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ জব্বার, এম এ কদ্দুছ, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. ইমদাদুল হক সেলিম, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এম এ কদ্দুছ, কৃষকলীগ সভাপতি ওসমান গনি, যুবলীগ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক শরাফ উদ্দিন শর, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাবলু, গর্ভণিং বডির সদস্য মোতাহের হোসেন দুলাল, ছাত্রলীগ সভাপতি হারুন অর হারুন সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম, কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক আলী প্রমুখ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব।
পরে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাউল শিল্পী বারী সিদ্দিকী দর্শকদের বাউল গানে মাতিয়ে তোলেন।

https://www.bkash.com/