আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কৃষকের জানালা


প্রকাশের সময় : জুন ২২, ২০১৬, ৬:১০ AM
আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কৃষকের জানালা

6800ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : কৃষকের জানালা আন্তর্জাতিক পুরস্কার (WSIS award 2016) এ চ্যাম্পিয়ন হওয়ায় ২৬মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) মোহাম্মদ নজমুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। উপস্থিত ছিলেন মানিক মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালকগণসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ও মাঠ পর্যায়ের উদ্ভাবকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপপরিচালক (আইসিটি ব্যবস্থাপনা ) ডঃ মোঃ নুরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ডিএই’র তিনজন উদ্ভাবককে সুকল্প দাশ, উপজেলা কৃষি অফিসার, শ্রীমঙ্গল, মৌলভীবাজারকে ই-বালাইনাশক প্রেসক্রিপশন উদ্ভাবনের জন্য মোঃ শাহাদাৎ হোসেন সিদ্দিকি , উপজেলা কৃষি অফিসার, চৌহালি, সিরাজগঞ্জকে কৃষকের ডিজিটাল ঠিকানা উদ্ভাবনের জন্য ও মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার, বালগঞ্জ, সিলেটকে কৃষকের জানালা উদ্ভাবনের জন্য ডিএই ইনোভেশন অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান করা হয়।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার

https://www.bkash.com/