বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বিশ্বের নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোতেই রয়েছে আবাসন সমস্যা। কারণ এসব দেশে জনসংখ্যা বাড়ছে দ্রুত গতিতে কিন্তু সেই তুলনায় বাসস্থান তৈরি হচ্ছেনা। আর সৌদি আরবও এর থেকে ব্যতিক্রম না। একটি বিনিয়োগ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী একটি স্থানীয় গণমাধ্যম রিপোর্টে, সৌদি আরবে মাত্র ৩০ ভাগ নাগরিকের নিজস্ব বাড়িঘর আছে।
তুলনামূলকভাবে সারা বিশ্বের গড় ৭০ ভাগ মানুষের বাড়িঘর রয়েছে।
সৌদি আরবে ৭০ ভাগ নাগরিক থাকে ভাড়া বাড়িতে বা তারা যে কোম্পানিতে কাজ করে সেসব প্রতিষ্ঠানের আবাসন সুবিধার ওপর। এ রিপোর্ট করেছে এ্যালপেন ক্যাপিটাল স্ট্যাটেড।
এদিকে, রিয়েল এস্টেট সূত্র জানায়, সৌদি সরকার আগামী পাঁচ বছরে অনেক বাড়ি নির্মাণ করার প্রকল্প নিয়েছে গত ৫০ বছরে নির্মিত হয়নি।
দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির কারণে গত কয়েক বছরে বাসস্থানের চাহিদা দ্রুত বেড়েছে। গত চার দশকে সৌদি আরবের জনসংখ্যা বেড়েছে চারগুণ যা ২০১৪ সালে গিয়ে পৌঁছেছে ৩০.৭ কোটির কাছাকাছি । এবং ধারণা করা হচ্ছে এটি ২০২০ সালে গিয়ে দাঁড়াবে ৩৫.৭ কোটিতে। এবং ২০১৪ সাল থেকে বার্ষিক জনসংখ্যা গড় বৃদ্ধির হার ২ ভাগ।
তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক সৌদি নাগরিকের আয় মধ্যম পর্যায়ে নেমে গেছে এবং তারাই হচ্ছে আবাসিক হাউজিং প্রকল্প বাস্তবায়নকারীদের লক্ষ্য।
সূত্র- আমাদের সময়