রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া এলাকায় মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৭ম শ্রেণীর ছাত্রী মুক্তামনিকে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মর্জিনা আক্তার। এসময় ওই ছাত্রীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন ইউএনও। জানা গেছে ঘটনার দিন উল্লেখিত এলাকার মৃত খোকন মিয়ার কন্যা মুক্তামনির (১৪) সাথে গাজীপুর জেলার মুনসুর নামে এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও মর্জিনা আক্তার ও সঙ্গীয় পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উক্ত বাল্য বিয়ে প্রতিরোধ করেন। এসময় কনের মাতা বেগম (৫৫) কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। #