রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৫ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : মহাখালীর রোগ নিয়ন্ত্রন শাখার কালাজ্বর নির্মূল কর্মসূচীর আওতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কালাজ্বর অধ্যুষিত এলাকার ৬২ টি গ্রামে গত বৃহস্পতিবার খেকে কালাজ্বরের জীবানু বাহক বেলে মাছি নিধনে ডেল্ট্রামেথ্রীন ঔষধ ছিটাই কার্যক্রম শুরু হয়েছে।
মহাখালীর রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর (সিডি সি)’র প্রফেসর ডাঃ আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান তুষার জানান, কালাজ্বর নির্মূলে ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের ৬২ টি গ্রামে একজন দলনেতাসহ ৬ জন ছিটাইকারীর সমন্বয়ে ৪৬টি দল একযোগে ২৮ দিন মুল্যবান কীটনাশক ডেল্ট্রামেথ্রীন ঔষধ ছিটাই কার্যক্রম পরিচালনা করবে।
কালাজ্বর মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বিগত সময়ে ফুলবাড়ীয়া উপজেলার ১৩ ইউনিয়নের ১শ ২৩ গ্রামে কালাজ্বরের জীবানু বাহক বেলেমাছি নিধন কায়ক্রমের আওতায় মুল্যবান কীটনাশক ডেল্ট্রামেথ্রীন ঔষধ ছিটানোর লক্ষে প্রকল্পটি চিহিৃত করে ৬১ গ্রামে ডেল্ট্রামেথ্রীন ছিটাই কার্য়ক্রম সমাপ্ত করে। পরবর্তীতে উপজেলার বাকি ৬২ গ্রামে ডেল্ট্রমেথ্রীন ঔষধ না ছিটানোর ফলে আবারো কালাজ্বরের প্রকোপ দেখা দিলে বর্তমান রোগ নিয়ন্ত্রন শাখার পরিচালক প্রফেসর ডাঃ শামছুজ্জামান তুষার বিষয়টি আমলে নেন। বৃহস্পতিবার ৭ম ব্যাচে উপজেলার ধামর গ্রামে প্রথম দিন ছিটাই কার্যক্রম পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আতাউল জলিল, মহাখালীর রোগ নিয়ন্ত্রন শাখার সহকারী কীটতত্ববিদ মোঃ জোবায়েদ খলিল, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।