সোমবার, ২৯ মে ২০২৩, ১১:২৩ পূর্বাহ্ন

৫৪ হাজার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে আইএস

IS-_amirফুলবাড়ীয়া নিউজ 24 ডটকম : এবার টুইটারে হানা দিল আই এস জঙ্গিরা। জঙ্গি হ্যাকার হত্যার প্রতিবাদে এক সাথে কয়েক হাজার অ্যাকাউন্ট হ্যাক করল আইএস হ্যাকার গ্রুপ সাইবার খালিফাহ। গত সপ্তাহে মোট ৫৪ হাজারেরও বেশি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে সাইবার খালিফাহর হ্যাকাররা। ওই সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডের পাশাপাশি এফবিআই এবং সিআইএ শীর্ষ কর্তাদের ব্যক্তিগত ফোন নম্বরও অনলাইনে প্রকাশ করে দিল তারা। এই সবই আসলে কিছু দিন আগে ড্রোন হানায় ‘সাইবার খালিফাহ’ প্রতিষ্ঠাতা জঙ্গি জুনেইদ হোসেনের হত্যার প্রতিহিংসা নিতে করা হয়েছে বলে জানিয়েছে এই জঙ্গি সংগঠন। জানা গিয়েছে, হ্যাক হওয়া অ্যাকাউন্টের বেশির ভাগ মালিকই সৌদি নাগরিক। তবে বেশ কয়েকজন প্রবাসী ব্রিটিশও এর মধ্যে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

বার্মিংহামের বাসিন্দা নিহত জুনেইদ হোসেন আসলে আইসিস-এর সদস্য। গত কয়েক বছর ধরে জঙ্গি সংগঠনের প্রচারে ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার পরিকল্পনা ফাঁদে সে।
সূত্র- ইন্টারনেট

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman