৫৪ ধারা ও ১৬৭ ধারা নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ


প্রকাশের সময় : মে ২৪, ২০১৬, ১১:০০ AM / ৬৫
৫৪ ধারা ও ১৬৭ ধারা নিয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ

Judgement-on-54-167-writ-400x260

ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : বিনা পরোয়ানায় গ্রেফতার সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নের্তৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ খারিজ করেন। একই সঙ্গে আদালত বলেন, পূর্ণাঙ্গ রায়ে আরও কিছু গাইডলাইন দিয়ে দিবো।

এদিকে এই আদেশের পর আদালত থেকে বের হয়ে রীটকারী আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, রাষ্ট্র পক্ষের আপিল খারিজ হওয়ার ফলে হাইকোর্টের রায় বহাল থাকলো। তবে আপিল বিভাগ আরও কিছু গাইডলাইন দিবে। পূর্ণাঙ্গ রায় দিলে বিষয়টি বুঝতে পারবো।

উল্লেখ্য, ১৯৯৮সালে ৫৪ ধারায় গ্রেপ্তারের পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পুলিশী হেফাজতে মৃত্যু হয়। এরপর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট একটি রিট করে। এর প্রেক্ষিতে হাইকোর্ট ওই দুই ধারা সংশোধনে রায় দেয়। দীর্ঘ ১৩ বছর পর আপিলের শুনানি হয়।

হাইকোর্টের দেয়া রায়ে বলা হয়, আটকাদেশ দেয়ার জন্য ৫৪ ধারায় গ্রেপ্তার করা যাবেনা। গ্রেপ্তারের সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে হবে। কাউকে গ্রেপ্তারের তিন ঘন্টার মধ্যে কারণ জানাতে হবে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কারাগারের ভেতরে স্বচ্ছ কাচের ঘরে করতে হবে।

রিটকারীর আইনজীবী ড. কামাল হোসেন আপিল শুনানিতে বলেন, হাইকোর্টের রায় বাস্তবায়িত হলে এধরনের হেফাজতে মৃত্যু কমে যেতো।
সূত্র- আমাদের সময় ডটকম