রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৯ পূর্বাহ্ন
আব্দুস ছাত্তার : সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেড সমপরিমান বেতন নির্ধারন, বর্তমান মূল্যস্ফীতির কথা বিবেচনা করে টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরী নিশ্চয়তা প্রদান, ফারিয়া সংগঠনকে সরকারী স্বীকৃতি, সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটির বিধান চালুসহ ৫দফা দাবীতে মঙ্গলবার (১০নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানব বন্ধন শেষে তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো.তাজ উদ্দিন আহম্মদ দিপক, সাধারণ সম্পাদক মো. শাহজাহান কবির, তাফাজ্জল হোসেন সোহেল প্রমুখ।