বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০১ পূর্বাহ্ন
ফুলবাড়ীয়া নিউজ 24ডটকম : মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ মিলিয়ে সিম নিবন্ধন শুরু হচ্ছে। এর আগে ডাক ও টেলিযোগযোগ বিভাগে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডির) বিপরীতে সর্বোচ্চ ২০টি মোবাইল সিম রাখার সীমা বেধে দেয়ার প্রস্তাব করেছে বিটিআরসি। এছাড়া একটি এনআইডির বিপরীতে এক অপারেটরের ৫টির বেশি মোবাইল সিম রাখা যাবেনা বলেও নির্দেশ দেয় বিটিআরসি। অবৈধ সিমের মাধ্যমে সন্ত্রাস বন্ধে বিটিআরসি এ প্রস্তাব করেছে। বিটিআরসির সর্বশেষ তথ্য মতে, দেশে মোবাইল সিমের সংখ্যা প্রায় সাড়ে ১৩ কোটি।
সোমবার এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে।
সম্প্রতি সিম নিবন্ধনের তথ্য যাচাই করতে গিয়ে প্রথম ১ কোটির মধ্যে সঠিকভাবে নিবন্ধিত সিম পাওয়া যায় মাত্র ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি। এমনকি একটি ‘ভুয়া’ জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ১৪ হাজার ১১৭টি সিম কেনার তথ্যও পাওয়া যায়।
বর্তমানে দেশে রাষ্ট্রায়ত্ব অপারেটর টেলিটকসহ মোট ৬টি অপারেটর মোবাইল ফোন সেবা দিচ্ছে।
সূত্র- আমাদের সময়