সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:১২ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : বিদ্যুৎ ও জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটস ফুলবাড়ীয়া উপজেলা ব্যবস্থাপনায় ৪র্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী ক্যাম্প এবং ৮ম উপজেলা স্কাউট সমাবেশ গতকাল সোমবার সকালে উদ্বোধন করা হয়েছে।
৪দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি বনানী বিশ্বাস। সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার এর সভাপতিত্বে ও লিডার ট্রেনার আলহাজ্ব কুতুব উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার মোবাখখারুল ইসলাম মিজান, উপজেলা স্কাউটস সম্পাদক ও ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম রুহুল আমিন, ফুলবাড়ীয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাই প্রমুখ। গত ২০ডিসেম্বর থেকে এ ক্যাম্প শুরু হয়েছে সমাপনী হবে ২৩ডিসেম্বর।