সোমবার, ২৯ মে ২০২৩, ১০:২৮ পূর্বাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ইতিহাসের ভয়াবহ দিন ২১ আগস্ট গ্রেনেড হামলার ১২তম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে রবিবার (২১ আগস্ট) দুপুরে পৌর আ’লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ রফিকুল ইসলাম দীপুর সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আাজাদ, আব্দুল মুন্নাফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, আ’লীগ নেতা আব্দুল আউয়াল, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহামান সুজন, শিউলি চৌধুরী, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, আব্দুল কাদির, দিলুয়ারা আক্তার, নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল জনি, পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক শামীম খান, উপজেলা ছাত্রলীগ নেতা মোবারক হোসেন সোহেল সহ পৌর কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়েছে। #