বিনোদন ডেস্ক : ফেয়ার এ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন খ্যাত নায়ক-নায়িকা সাগর ও শম্পা জুটির প্রথম চলচ্চিত্র ‘আই লাভ ইউ প্রিয়া’ এ বছর জুন মাসে সেন্সর ছাড়পত্র পায়।২০ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি।
এ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সাগর-শম্পা প্রথমবারেরমত জুটি বেঁধেছেন। নায়ক সাগর বলেন, ‘চলচ্চিত্রটি নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আশা করছি ‘আই লাভ ইউ প্রিয়া’ সবার মন জয় করবে। সবাইকে আমাদের চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ রইল।’
আর ছবিতে সাগর আর শম্পা ছাড়াও সিরাজ হায়দার,দুলারী,আমিন আজাদ,রাতিন, ফারজানা আক্তার, মামুন খানসহ প্রমুখ। ছবিটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর শাহিন। ছবিটিতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ ,সামিনা চৌধুরী ,এন্ডু কিশোর ,রুপম, কনা, ন্যান্সী,এস আই টুটুল ও কিশোর শাহিন
সূত্র- আমাদের সময় ডটকম
আপনার মতামত লিখুন :