ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ডাকাতি না ভিক্ষাবৃত্তি। এমন প্রশ্ন এখন রাজধানীর অনেকের। বিশেষ করে যারা রিকশায় চলাচল করে থাকেন।
বৃহস্পতিবার বিকেল ৪ টা। ছোট ভাইকে নিয়ে রিকশাযোগে আগারগাঁও থেকে মিরপুর-১০ নম্বর রওয়ানা দেন মাকসুদা নামের এক গৃহিনী। তালতলা পৌঁছলে তাদের রিকশা মাঝপথে আটকে দেয় ৪ হিজড়া। কারণ জানতে চাইলে বলা হয় টাকা দেন পরে রিকশা যাবে। না দিয়ে তর্কে জড়ালে আরও বেশি হেনস্থা করা হবে বলে শাসায় হিজড়ার দলটি। অগত্যা ৫ টাকা বের করে দিলে ছাড়া পান মাকসুদা। অবাক ব্যাপার হলো মাত্র ৫ টাকার জন্য ডাকাত স্টাইলে জিম্মি করা হলো ওই দুজনকে। এটা ডাকাতি না ভিক্ষাবৃত্তি তা স্পষ্ট করে বলতে পারেনা কেউই।
শুধু মিরপুর সড়কেই নয়। হিজড়াদের এই উৎপাত চলছে গোটা রাজধানীজুড়েই। টাকা না দেয়া পর্যন্ত রিকশা আটকে রাখা কখনো শারীরিক নির্যাতনেরও অভিযোগ রয়েছে। লাঞ্চিত হওয়ার ভয়েই অনেকে টাকা গুজে দিয়ে ঝামেলা এড়াতে চানা। আর এ সুযোগটাকেই কাজে লাগায় হিজড়ারা। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও আইন শৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহণ করেনা।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের (হিজড়া) জন্য কোন আইন নেই। আটকের পর থানা ঘেরাওসহ নানা ঝামেলায় পড়তে হয় খোদ পুলিশকেই। আর তাদের দাবিতো সামান্যই। কিন্তু বাস্তবতা হলো টাকা না দিয়ে কেউই ছাড়া পাননা। এটা অনেকটা গা সওয়া হয়ে গেছে। পাশাপাশি রিকশা দাঁড় করিয়ে মানুষকে জিম্মি করে প্রকাশ্যে টাকা দাবিকে ভিক্ষাবৃত্তি না ডাকাতি তা নিয়েই সংশয় দেখা দিয়েছে জনমনে।
আপনার মতামত লিখুন :