মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৩ পূর্বাহ্ন

হাসপাতালে কোন চিকিৎসা না নিয়েই অভিযোগে উল্লেখ গৌরীপুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

Mamlaমশিউর রহমান কাউসার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ঘোষপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে একটি নিরহ পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ ওঠেছে আনিছ মিয়া (৩৭) নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। মামলার এজাহারে আহত ভিকটিমদের হাসপাতালে চিকিৎসা না করিয়েই উল্লেখ করা হয়েছে হাসপাতালে চিকিৎসা নেয়া হয়েছে। তাছাড়া মামলায় যাদেরকে সাক্ষী মানা হয়েছে তারা ঘটনার বিষয়ে কোন কিছু জানেন না। জানা গেছে উল্লেখিত ঘোষপাড়ার মৃত এরশাদ উদ্দিনের পুত্র মোঃ মজনু মিয়া (৪৫) গংদের সাথে প্রতিবেশী মৃত ইউসূফ আলীর পুত্র মোঃ আনিছ মিয়ার জমি সংক্রান্ত বিরোধে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছে। তাই প্রতিপক্ষকে ঘায়েলের লক্ষে অতি সম্প্রতি একটি মিথ্যা মামলা দায়েরর অভিযোগ ওঠেছে আনিছের বিরুদ্ধে। গৌরীপুর থানার মামলা নং-০৫/১৫১ তাং-০৯/০৮/১৬ ইং। আনিছ মিয়া কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ ০৭/০৮/১৬ ইং তারিখ দুপুর ১২টায় প্রতিপক্ষ মজনু মিয়া গংরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার কলাবাগান থেকে জোরপূর্বক কলা নিয়ে যাচ্ছিল। এসময় বাঁধা দেয়ায় তার মা ছালেমা খাতুনকে বাম হাতের কুনুই উপরে দায়ের ভুতা অংশ দিয়ে থেতলানো জখম ও স্ত্রীকে পিঠিয়ে আহত করার পর বাড়ি ঘর ভাংচুর-লুটপাট করা হয়। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেয়া হয়। অথচ ওই হাসপাতালের জরুরী বিভাগে খোঁজ নিয়ে জানা যায় ৭ আগস্ট আনিছের মা ও স্ত্রীকে কোন চিকিৎসা সেবা দেয়া হয়নি। তাছাড়া মামলার সাক্ষীগন উক্ত সংঘর্ষের ব্যাপারে কোন কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে মামলার বাদী আনিছ মিয়া সংঘর্ষ ও লুটপাট-ভাংচুরের ঘটনা সত্যতা দাবি করে বলেন মজনু গংরা উল্টো তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। গৌরীপুর থানার ও,সি (তদন্ত) মোর্শেদুল হাসান খান জানান উক্ত মামলার ভিকটিমের মেডিকেল রিপোর্ট দেখাতে না পারলে সংশ্লিষ্ট ধারাটি বাদ দিয়ে আদালতে চার্জসীট প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman