সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৫২ অপরাহ্ন

হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাৎ বার্ষিকী পালিত

14046138_325570914460808_8142321441846537819_n

আব্দুল হক লিটন, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সকাল ৭ টায় সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন, আলোচনা সভা শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক খুরিশীদ আলম ভুইয়া, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিহাব উদ্দিন আহমেদ, সাব রেজিস্ট্রার ইমরুল কায়েস, থানা অফিসার ইনচার্জ কামরুল ইসলাম প্রমূখ। সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল হ‍াছান। এ ছাড়াও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman