বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ পূর্বাহ্ন
আব্দুল হক লিটন, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা, পুলিশ ৩ জনকে আটক করেছে।
গত ১২ জুলাই সকালে রফিকুল ইসলামের কন্যা রুমা আক্তারের সাথে বাঁশ ঝাঁড়ের কঞ্চি কাটা নিয়ে প্রতিবেশী সোহেল রানা, আরিফ হোসেন ও আবুল হোসেন এর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষগন বাঁশের লাঠি দিয়ে মামলার বাদী দেলুয়ারা বেগমেকে মারধর করে। মায়ের ডাক চিৎকারে সাত মাসের গর্ভবতী কন্যা রুমা আক্তার (২০) এগিয়ে যায়। কিন্তু বিবাদীদের কবল থেকে রুমা রক্ষা পায়নি- তলপেটে আঘাত করে। আহত অবস্থায় ১২ জুলাই হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও মেয়ে কে ভর্তি করা হয়।
১০ আগস্ট দিবাগত রাতে নির্দিষ্ট সময়ের পূর্বেই রুমা আক্তারের মৃত পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। পরে মাতা দেলুয়ারা বেগম বাদী হয়ে ১১ আগস্ট হালুয়াঘাট থানায় মামলা দায়ের করলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার সোহেল রানা, আরিফ হোসেন ও আবুল হোসেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৩জনকে আটক করা হয়। মৃত শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।