সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:১২ অপরাহ্ন
আব্দুল হক লিটন হালুয়াঘাট : “আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি” এ প্রতিপাদ্য বিষয়ে অঙ্গীকারাবদ্ধ হয়ে আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় যুব দিবস উদ্যাপন উপলক্ষে যুব সমাবেশ, র্যালী ও উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ খান, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক মিয়া ও মোছাঃ মনোয়ারা খাতুন ময়না, সহকারী কমিশনার (ভুমি) সিহাব উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার কবিরুল ইসলাম বেগ,অধ্যাপক আঃ রশিদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা। অনুষ্ঠান শেষে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ উদ্বোধন ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।