রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৯ পূর্বাহ্ন

হর্টিকালচার সেন্টারের ফলের চারা ও উপকরন বিতরণ

gouripur pic 30.6.16মশিউর রহমান কাউসার: ময়মনসিংহের গৌরীপুর হর্টিকালচার সেন্টারের উদ্যোগে (৩০ জুন) বৃহস্পতিবার বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের অধিনে বানিজ্যিক ও বসতবাড়ীতে ফল বাগান প্রদর্শনীর জন্য বিনামুল্যে ফলের চারা ও কৃষি উপকরণ বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা ও উপকরণ বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান। এ উপলক্ষে উদ্যান তত্ববিদ রকিব আল রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ডিকেআইবির সভাপতি আনিছুর রহমান,উপসহকারী উদ্যান কর্মকর্তা শামিমা আক্তার,শুসেন চন্দ্র সরকার প্রমুখ। এক্ষত্রে দেড় একরের ১২টি বানিজ্যিক বাগানের জন্য প্রত্যেক কৃষককে ২৪০াট আম,লিচু, নারিকেল,কাঠাল,লেবু, জামসহ মিশ্র ফলের চারা, প্রয়োজনীয় সার,কিটনাশক ও স্প্রে মেশিন দেয়া হয়েছে। বসত বাড়ী বাগানের জন্য ২০ জন কৃষককের মাঝে বিতরন করা হয়েছে ২০টি মিশ্র ফলের চারা,সার,কিটনাষক ও স্প্রে মেশিন ।
মশিউর রহমান কাউসার

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman