হবি মাস্টারের ২য় জানাজা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ৮, ২০১৬, ৬:১১ AM / ১২৫
হবি মাস্টারের ২য় জানাজা অনুষ্ঠিত

444444444444444444444444444ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : আমেরিকার বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি) বাংলাদেশ ব্যুরো চিফ জুলহাস আলম রিপনের পিতা ও ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুজ্জামান আকন্দ (হবি মাস্টার) এর দ্বিতীয় জানাজা নামাজ সকাল ১১টায় ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশ নেন ও সহমর্মিতা জানান।