হবিরবাড়ী ইউপি নির্বাচন অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০১৬, ৪:৩৭ AM / ১৭০
হবিরবাড়ী ইউপি নির্বাচন অনুষ্ঠিত

baluka-01জাহিদুল ইসলাম খান, ভালুকা : ময়মনসিংহের ভালুকায় ১১নং হবিরবাড়ী ইউনিয়নে নির্বাচন সফল ভাবে সম্পূর্ণ হয়েছে। সবচেয়ে বেশী ভোটার ও শিল্পএলাকা খ্যাত হবিরবাড়ীতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন ও সদস্য পদে ৪৭জন প্রার্থী প্রতিদ্বদীতা করেছেন। সকাল ৮টা হতে নিরবিছিন্ন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহন হয়। সকালের দিকে ভোটার শূন্যতা থাকলেও বিকালের দিকে ভোটার উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যাই। নির্বাচনে প্রধান প্রতিদ্বদীতা মূলত নৌকা প্রতীক নিয়ে তোফায়েল আহম্মেদ বাচ্চু ও ধানের শীষ প্রতিক নিয়ে খলিলুর রহমান । নির্বাচনে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘঁটনা না ঘটে তার জন্য প্রচুর সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।