রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24 ডটকম : ময়মনসিংহ ফুলবাড়ীয়া সড়কের ছাইতানতলা নামক আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় স্থানে ইসমা (১০) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ইসমা ছাইতানতল গ্রামের আলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃষ্টির পরপরই রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী বড়বিলা সিটিং সার্ভিস গাড়ী শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।