সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২১ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি, পৌর এলাকার ৬নং ওয়ার্ড ভালুকজান এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৬০) শুক্রবার রাতে ভালুকা উপজেলার ভরাডোবা নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। আহত মুক্তিযোদ্ধাকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত দীর্ঘদিন যাবত তিনি তাবলীগ জামায়াতের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দ্বীনের জন্য কাজ করে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর ভালুকজান মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাযা নামাজ এবং কালাকান্দা গ্রামে নিজ বাড়ীতে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক প্রকাশ : বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মুক্তির মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহা সচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ময়মনসিংহ মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন সরকার, সাবেক আহ্বায়ক আলহাজ¦ এ,বি, ছিদ্দিক, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান শিকদার, ফুলবাড়ীয়া প্রেসকাব সভাপতি মো: নুরুল ইসলাম খান, সাধারন সম্পাদক মো. আব্দুস ছাত্তার শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।