রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৩ পূর্বাহ্ন
জিল্লুর রহমান রিয়াদ, ফুলবাড়িয়া নিউজ ২৪ডটকম : শনিবার (১৪নভেম্বর) ১১ টার দিকে আছিম-শুশুতি রোডের আরফানের মোড় এলাকায় একটি ইটবাহী লরি উল্টে লরির হেলপার খাইরুল হাসান (১৬) নিহত হয়েছে। নিহত হাসান রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আ. বারেকের ছেলে বলে জানা গেছে।
প্রত্যদর্শী সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সি.এন.জি কে সাইড দিতে গিয়ে লড়িটি রাস্তার পাশে পড়ে যায়।
এস আই আব্দুর রাজ্জাক জানান, লরিটি আনার কোন সুযোগ না থাকায় স্থানীয়দের জিম্মায় রেখে এসেছি।
থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব জানান, পরিবার ময়না তদন্তে রাজি না থাকায় মুসলেকা নিয়ে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।