সোমবার, ০৫ Jun ২০২৩, ১১:২৪ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা আরো ২ জন বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার রাত ৭ টার সময় উল্লেখিত স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক নুরুল ইসলাম (৩২) নিহত হন। পরে ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৬ জনের মৃত্যু হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল হাসান খান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন কিশোরগঞ্জ কমিরগঞ্জ থানার পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান (২৫), নেত্রকোনার কারলী গ্রামের শামছুল হক (৩৬), বাহ্মনবাড়িয়ার আনোয়ার হোসেন (৩০) কিশোরগঞ্জের শহিদুল ইসলাম (৩৫), পিকআপ চালক নুরুল ইসলাম (৩২), আকাশ মিয়া (২২) ও নুরুল হক।