স্মরণে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান


প্রকাশের সময় : জুন ২২, ২০১৬, ৭:৩৪ AM
স্মরণে শাহাবুদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহজাহান

Principa-01জিল্লুর রহমান রিয়াদ : ২০০৬/২০০৭ সালের কথা । প্রাইমারীতে পরি। আছিম রেজি: প্রাথমিক বিদ্যালয়। ৪র্থ বা ৫ম শ্রেণিতে বোডিং এ থেকে কোচিং করতাম।
মাঝে মাঝেই সকাল বেলা কলেজ প্রাঙ্গণে যেতাম হরিতকি (অত্থই) কুড়াতে । যদিও টক (তিতা) লাগে তারপরেও খাওয়ার মাঝে একটা আনন্দ আছে । হালকা পানি দিয়ে খেলে আরো ভালো লাগতো।
একদিন হরিতকি কুড়াতে গেলে দপ্তরি বাঁধা দিল!
আমাদের সাহায্য করতে এগিয়ে এলেন এক লোক। দপ্তরীকে ধমক দিয়ে আমাদেরকে বললেন হরিতকি কুড়াতে। বড় হলে যেন ঐ কলেজে ভর্তি হই, সেকথাও বললেন।
উনাকে বলেছিলাম, ভর্তি হবো। কিন্তু মনে মনে ভেবেছি, এই কলেজে আমরা পরবো!
সেই কলেজটিই হচ্ছে আজকের শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ। তৎকালীন শাহাবুদ্দীন মহাবিদ্যালয়।
আর ঐ লোকটি?
অধ্যক্ষ মোঃ শাহজাহান চৌধুরী (জিন্নাহ্ স্যার)।
পরবর্তীতে ভর্তি হয়েছিলাম এই কলেজে। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে।
কিন্তু স্যারকে পাইনি। ১ জুলাই, ২০১৪ থেকে আমাদের ক্লাশ শুরু হয়েছিল। আর স্যার আমাদের থেকে বিদায় নিয়েছেন ২১ জুন, ২০১৪।
৩ এপ্রিল থেকে ম্যারাথন এইচএসসি পরীক্ষা চলছে। ২২ জুন, ২০১৬ সর্বশেষ ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে এই ম্যারাথন দৌড় শেষ হ’ল। যেহেতু মাত্র পরীক্ষা শেষ হ’ল অথবা ফলাফল প্রকাশিত হয় নি, তাই স্বাভাবিক ভাবেই এখনো নিজেকে শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের ছাত্র দাবী করতে পারি।
গত ১ জুন, ২০১৬ ছিল শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা মৌলভী শাহাবুদ্দীন আহমেদ এর ২০ তম মৃত্যুবার্ষিকী।
উনার স্মরণে কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ১৩ জুন।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে অপ্রত্যাশিত ভাবে আমাকে বক্তব্য দিতে হয়েছিল ঐ প্রোগ্রামে।
যেহেতু উনার সম্পর্কে খুব বেশী কিছু জানি না এবং প্রস্তুতিও নেই, তাই স্বাভাবিক কিছু কথা বলেই বক্তব্য সমাপ্ত করেছি।
সম্মানিত অধ্যক্ষ মকবুল হোসেনকে উদ্দেশ্য করে বলেছিলাম, আমাদেরকে ইতিহাস জানানো হয় নি। নবীন বরণ বা বিদায় অনুষ্ঠানে আমাদেরকে বলা হয় নি শাহাবুদ্দীন মৌলভীর জীবন ও কর্ম সম্পর্কে। বলেছিলাম, মরহুম অধ্যক্ষ শাহজাহান চৌধুরীর কথা। গতবছর উনার প্রথম মৃত্যুবার্ষিকী তে কলেজের উদ্যোগে কোন আয়োজন আমাদের চোখে পড়েনি। এবার যেন ছোট করে হলেও স্মরণ সভা করা হয়!
অধ্যক্ষ মকবুল হোসেন আমার আবেদন গ্রহণ করেছেন। আয়োজন করেছেন স্মরণ সভার। প্রতিষ্ঠার পর থেকে যে লোকটি আমৃত্যু দীর্ঘ ২৭ বছর কলেজকে আগলে রেখেছেন, পরম মমতায় বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন; সেই অধ্যক্ষ শাহজাহান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী তে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল শাহাবুদ্দীন ডিগ্রী কলেজে।
শাহজাহান চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেছেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের গভর্নিং বডির নির্বাচিত অভিভাবক সদস্য মোঃ মুজিবর রহমান সহ সিনিয়র শিক্ষকবৃন্দ। মোঃ মুজিবর রহমান ১৯৯৮ সাল থেকে ২ মেয়াদে ৬ বছর এবং ২০১১ থেকে ২ মেয়াদে কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সেই সুবাদে দীর্ঘদিন তিনি মরহুম শাহজাহান চৌধুরীর সাথে কাজ করতে পেরেছেন।
ধন্যবাদ জানাই কলেজ কর্তৃপক্ষ কে অধ্যক্ষ শাহজাহান চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী তে স্মরণ সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করার জন্য। উনার জীবন ও কর্ম নিয়ে একটি স্মরণিকা প্রকাশ হলে মন্দ হবে না!
অধ্যক্ষ মরহুম শাহজাহান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করছি।
লেখক- ২০১৪-১৫ শিক্ষাবর্ষ, বিজ্ঞান শাখা,
শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ,
আছিম, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

সম্পাদনায়- আব্দুস ছাত্তার
স্থানীয় সময়- ২২জুন, ২০১৬, ১৩৩০ঘন্টা

https://www.bkash.com/