ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঠিকানা’র সদস্যরা ৫কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করেছে। শনিবার (১০সেপ্টেম্বর) সকাল ৮টা হতে সন্ধ্যা পর্যন্ত ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার গর্তগুলো ভরাট করে তারা।
ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন, উদ্দীপনা ও জনকল্যাণ মূলক কাজের অঙ্গীকার নিয়ে ২০১২সনের ১২ডিসেম্বর সংগঠনের যাত্রা শুরু।
সংগঠনের সভাপতি মো. সেকান্দর আলী জানান, ঠিকানা সংগঠনটি প্রতিষ্ঠা লাভের পর থেকে সম্মানিত বিভিন্ন ব্যক্তির রক্তের গ্রুপ অবহিত হয়ে তাঁর ঠিকানা সংগ্রহ করে। এ পর্যন্ত ১৫০জন মুমুর্ষ রোগিকে রক্ত দিয়ে সহায়তা প্রদান।
সহ-সভাপতি সেলিম হোসাইন জানান, নির্মল বাতাস ও প্রকৃতি শোভাবর্ধনের জন্য প্রতি বছর আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করে যাচ্ছি। দু:স্থদের মাঝে প্রতি বছর ২৮রমযান ঈদ সামগ্রী বিতরণ করে থাকি।
সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান তুহিন জানান, অত্র ইউনিয়নের পাহাড় অনন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে বাবুগঞ্জ বাজার হয়ে আনুহাদী। জয়না মার্কেট হতে হাতীলেইট হাই স্কুল পর্যন্ত কাঁচা রাস্তার গর্তগুলো ভরাট করে সাময়িকভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করেছি।
আপনার মতামত লিখুন :