বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পূর্বাহ্ন
মাহমুদুল হাসান রতন : নেত্রকোনায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বুধবার শহরে একটি র্যালী ও আলোচনা সভা হয়েছে । দুপুরে শহরের ছোটবাজারের দলীয় কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর সভাপিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস। এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক খায়রুল হাসান লিটু, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি প্রমুখ।