স্বাস্থ্য ভালো রাখতে নিচের টিপসগুলো মেনে চলুন -ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক
প্রকাশের সময় : জুন ১৪, ২০২৩, ৫:০৪ PM /
৪২৮
ভোরে ঘুম থেকে উঠে হাটতে বের হবেন। সোজা হয়ে বসার অভ্যাস করুন। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। তৈলাক্ত ও মিষ্টি খাবার পরিহার করুন। ঘরের কাজ নিজেই করুন। কাজ নিয়ে ব্যাস্ত থাকুন।
কথা বার্তায় সংযমী হোন। কাজ জমিয়ে রাখবেন না। মানুষকে বিশ্বাস করতে শিখুন। সৎ কর্ম করুন, সৎ পথে চলুন। সৎ চিন্তা করুন, অহংকার ঝেড়ে ফেলুন।
গাড়ি থাকলেও হেঁটে চলুন। প্রতিদিন সবুজ সবজি ও ফলমূল খাবেন।
শোয়ার সময় ঢিলেঢালা পোষাক পরিধান করুন, ক্রোধ পরিহার করুন ।
– লেখক
চর্ম যৌন সেক্স, এলার্জি ব্রন মেছতা, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
আপনার মতামত লিখুন :