রবিবার, ০৩ Jul ২০২২, ০৯:০৭ অপরাহ্ন
সেলিম মিয়া, ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেছেন, আবারও দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই স্বাস্থ্য বিধি মেনে সবাইকে মাস্ক পড়ে পাঠাদান করতে হবে। তিনি আরও বলেন, সরকার যে উদ্দেশ্যে উপবৃত্তি প্রদান করছে সে বিষয়টি মাথায় রাখতে হবে, কোনভাবেই যাতে এর ব্যতয় না ঘটে। শিক্ষার মান উন্নয়নে কাজ করতে হবে।
২১ (জুন) মঙ্গলবার সকালে ফুলবাড়ীয়া কলেজের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর উদ্যোগে ওরিয়েন্টেশন প্রশিক্ষণে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন -প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। এতে উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান, আইসিটি দক্ষ শিক্ষক ও অফিস সহকারিগণ অংশ গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, এসইডির সহকারী পরিচালক শাহাদত হোসেন, গবেষনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ (চ.দা.) মো. আমজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন।